29
গাংনীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
এম চোখ ডটকম,গাংনী:
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গাংনী উপজেলাব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযান উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত শোভযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, পৌরসভার হিসাব রক্ষক শাহিনুর জামান, কর আদায়কারী আজিজুল হকসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন।