মেহেরপুরের গাংনী – কাথুলী সড়কের ইবাদত খানার সন্নিকটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সুজন আলী (২৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ইটভাঙ্গা শ্রমিক । আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত সুজন আলী গাংনীর ৩নং ওয়ার্ড চৌগাছা হলপাড়ার রতন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সুজন আলী নিজ বাড়ি চৌগাছা থেকে কাজের উদ্দেশ্যে সাহারবাটি যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছানোর সময় সে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় রাস্তার উপর ছিটকে পড়ে তার মৃত্যু ঘটে। দুমড়ে মুচড়ে যায় তার মোটরসাইকেলটি। পথচারীরা সুজনকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
গাংনীতে মোটরসাইকলে র্দুঘটনায় একজন নিহত
316
previous post