56
গাংনীতে মোটরসাইকেল আলগামন মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসি নিহত
এম চোখ ডটকম,গাংনী: গাংনী উপজেলার চৌগাছা নামক স্থানে স্যালোইঞ্জিন চালিত যান আলগামন এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন নামের সৌদি প্রবাসী এক যুবক নিহত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর (২৩) গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে। ছেলের মৃত্যুর সংবাদে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা তোজাম্মেল।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী উপজেলা শহর থেকে বাজার করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন সাগর। গাংনী কাথুলি সড়কের চৌগাছা প্রাথমিক বিদ্যালয়ের পাশে পৌঁছালে সামনে থেকে আসা একটি আলগামনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন সাগর। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি বাণী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানবুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।