গাংনীতে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাতের কব্জি ভেঙ্গে বিঁধে গেল গাছের সাথে
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগরে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে দুজন মারাত্মক আহত হয়। রোববার দুপুরে কাজিপুর-বামুন্দী সড়কের সাহেবনগর তালতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনার এজনের হাতের কব্জি ভেঙ্গে বিধে যায় গাছের সাথে।
আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মাহাবুর রহমান স্বপনের ছেলে জয় ও তার বন্ধু শুভ মোটরসাইকেলযোগে বামন্দী বাজারে আসছিল। দ্রুত গতিতে বাইক চালানোর কারণে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় জয়ের হাতের কব্জি ভেঙ্গে হাড় আটকে যায় গাছের গায়ে। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গাছের গায়ে আটকে থাকে হাতের কব্জি। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এদিকে দুর্ঘটনায় হাত ভেঙ্গে হাড় গাছের সাথে বিধে থাকার দৃশ্য দেখতে ভিড় করেন হাজারো মানুষ। মোটর সাইকেলের গতি কেমন থাকলে এমন ভয়াবহ অবস্থা হতে পারে তা নিয়ে সমালোচনায় মেতে উঠেন দর্শনার্থীরা।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত জয়ের শারীরিক অবস্থা আশংকাজনক। এ ঘটনায় হাত কেটে ফেলতে হতে পারে বলে জানিয়েছেন তার স্বজনরা।