গাংনীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ থেকে আ.লীগের প্রতি কঠোর বার্তা- কোন জায়গায় জড়ো হলেই দাঁতভাঙ্গা জবাব
এম চোখ ডট কম, গাংনী:
১৫ আগস্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা একজায়গায় জড়ো হলেই দাঁতভাঙ্গা জবাব দেওয়ার কঠোর বার্তা দিলেন গাংনী পৌর যুবদল নেতৃবৃন্দ। বুধবার বিকেলে গাংনী শহরে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
বিকেলে গাংনী থানা সড়ক দিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। গাংনী পৌর যুবদলের আহবায়ক সাহিদুল ইসলাম ও ইনামুল হকের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে গাংনী সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রসা প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
বক্তব্যে পৌর যুবদলের আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর সাহিদুল ইসলাম বলেন, কিছু আওয়ামী নামধারীরা ১৫ আগস্ট পাড়ায় মহল্লায় কাঙ্গালি ভোজের নামে বিশৃংখলা করার ষড়যন্ত্র করছে। অনুষ্ঠান করবে বলে ফেসবুকে দেখেছি। যারা এসব ষড়যন্ত্র করছে তাদেরকে জানিয়ে দিতে চায়; কোন জায়গায় যদি আওয়ামী লীগের লোকজন একজায়গায় জড়ো হয় তাহলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
ছাত্রলীগ ও যুবলীগের প্রতি হুশিয়ারী করে সাহিদুল ইসলাম বলেন, আপনারা বাড়িতে শুয়ে থাকুন নাহলে গাংনী ছেড়ে দেন। কারণ ১৭ বছর বহুত মামলা খেয়েছি, জেল খেটেছি, গাংনীতে থাকতে পারিনি। আপনাদের অন্যায় অত্যাচার বহুত সহ্য করেছি। ১৫ আগস্ট সকাল থেকে রাত থেকে যদি তাদের কারও দেখতে পায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বক্তব্যে তিনি আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম ধরে হুশিয়ারী উচ্চারণ করে উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেনের উদ্দেশ্যে বলেন, আপনি গাংনীর মানুষের প্রাণের প্রতিষ্ঠান হাইস্কুলের সভাপতি হয়ে অনেক লুটপাট করেছেন। এই লুটপাট আর দুর্নীতির বিচার গাংনীর মানুষ এই মাটিতেই করবে।
বক্তৃব্যে যুগ্ম আহবায়ক ইনামুল হক বলেন, আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করার অপচেষ্টা করছে তা এদেশে আর সফল হবে না। আমাদের প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকে তার মোকাবেলা করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবদলের বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ।