গাংনীতে যুব উদ্যোক্তাদের সমাবেশ ও কারু পণ্য মেলা অনুষ্ঠিত
এম চোখ ডটপকম,গাংনী:
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে যুব সমাবেশ, কারু পণ্য মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২০ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় দিকে গাংনী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
পরে গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত কারু পণ্য মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, কৃষি অফিসার এমরান হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলামসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন। প্রধান অতিথী পায়রা উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং প্রদর্শিত পণ্যের স্টল ঘুরে ঘুরে দেখেন। এবারের মেলায় বিভিন্ন যুব উদ্যোক্তা, মহিলা সমিতি ও শিক্ষা প্রতিষ্ঠানের ২১টি স্টল ঠাঁই পেয়েছে।