34
গাংনীতে রবি মৌসূমের প্রনোদনা কর্মসূচির উদ্বোধন
এম চোখ ডটকম, গাংনী : গাংনীতে ২০২৪—২০২৫ অর্থ বছরের রবি মৌসূমের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রণোদনা কর্মসূচিতে বিশেষ অতিথী ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদ্দাম হোসেন, সমাজ সেবা অফিসার আরশাদ আলী ও উপজেলা প্রেকৌশলী ফয়সাল হোসেন। এ মৌসূমে ৫৪০০জনকে গম, ১৩০০জনকে ভুট্টা, ২৫০০জনকে সরিষা, ৭০০জনকে মসুর ও ১২০জন পেয়াজ চাষিকে প্রণোদনা হিসেবে বীজ ও সার প্রদান করা হবে।
এসময় বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।