এম চোখ ডটকম,গাংনী: গাংনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাড়ির আঙ্গিনায় পতিত জায়গা ব্যবহারের জন্য বেগুনের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। সাবেক ছাত্রনেতা সাহিদুজ্জামান শিপুর উদ্দ্যোগে মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১১ টার সময় গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৩০০ জন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এ বীজ ও চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজার সভাপত্বিতে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহজাহান রেজা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতুসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গাংনীতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সবজি বীজ ও চারা বিতরণ
229
previous post