273
এম চোখ ডটকম,গাংনী: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষ্যে নারীদের কর্মসংস্থান তৈরি ও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার লক্ষ্যে সেলাইমেশিন ও বাইসাইকেলে বিতরণ করা হয়েছেে ।আজ রোববার বিকেলে মরহুম কামরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সাহিদুজ্জান শিপুর নিজ অফিসের সামনে ফাউন্ডেশনের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর- ২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ ইব্রাহীম শাহীন। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, হাজী মহসিন আলী, ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম,বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিক, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব হোসেন, সাবেক ছাত্রনেতা আনিসুজ্জামান লুইস, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩৭ জন নারীকে সেলাই মেশিন ও ৩২ জন ছাত্রছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে সাহিদুজ্জামান খোকন এমপি বলেন, একটি সেলাই মেশিন ূদিয়ে একটি পরিবারের খাবার তুলে দেয়া সম্ভব। ছাত্র-ছাত্রীদের কে বাইসাইকেল প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত হতে উৎসাহিত করবে। তিনি সারা বাংলাদেশের সামগ্রিক কল্যাণের মত গাংনীকে এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। তিনি আরো বলেন, প্রতিটা মানুষের ভালবাসায় সিক্ত হোক গাংনীর মানুষ। তিনি সরকারের বিভিন্ন কল্যাণমুখী কাজের কথা উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন । উন্নয়নের মিছিলে গাংনীকে সংযোজন করার কথা উল্লেখ করেন। গ্রামের মানুষ শহরে আসতে হয়না গ্রাম এখন শহরে রুপান্তর হয়েছে। পরিশেষে তিনি গাংনীর উন্নয়নের জন্য সবকিছু করার প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।