গাংনীতে সড়ক নির্মাণে সঠিক নকশা বাস্তবায়নের দাবিতে সমাবেশ
এম চোখ ডটকম, গাংনী :
মেহেরপুর-কুষ্টিয়া ফোরলেন সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে নকশা পরিবর্তন করানোর চেষ্টা করার অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
গতকাল বৃহস্পতিবার (২২আগস্ট) বিকেলে গাংনী বাসস্ট্যান্ড চত্ত্বরে এই প্রতিবাদ সমাবেশে অংশ নেয় বাজারের ব্যবসায়ীবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিবাদ সমাবেশে নেতৃত্বদেন গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
বক্তারা দাবি করেন, একটি মহল বিভিন্ন নেতাদের মদদে অবৈধভাবে স্থাপনা রক্ষা করতে সরকারী কাজে বাঁধা প্রধান করে ফোরলেন সড়ক নির্মাণের কাজ সঠিকভাবে বাস্তবায়নে সমস্যা তৈরি করেছিলো। আমরা এই সড়ক নির্মাণে কোন অনিয়ম মেনে নিবো না, প্রথম যে নকশা ছিলো সেই অনুযায়ী কাজ করতে হবে।