47
গাংনীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে আবুল কাশেম (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে জালশুকা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামে মৃত আবু হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবুল কাশেম দুপুর বেলা মাঠে মোষ চরাতে যায়। হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। এসময় চিৎকার দিলে আশেপাশের লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় এক ওঝার মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করেন। কিন্তু তার শারিরীক অবস্থার অবনতি হওয়ায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করেন।
রাত সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে আবুল কাশেমের মৃত্যু হয়।
সময়মত হাসপাতালে না আনার কারণে চিকিৎসা করানো কঠিন হয়ে পড়ে বলে জানান চিকিৎসকরা।