এম চোখ ডটকম, গাংনী :
গাংনীতে স্বেচ্ছাসেবী সংগঠন কিশোরের ডাকের উদ্যোগে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ রবিবার সকালে গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুপ্রভা রানী ও আর এম ও ডাঃ মাসুদুর রহমানের হাতে এ উপহার সামগ্রী তুলে দেয়া হয়। চিকিৎসা সরঞ্জামের মধ্যে ছিল একটি নেবুলাইজার মেশিন, দুটি অক্সি মিটার ও তিনটি থার্মোমিটার উপহার হিসেবে প্রদান করা হয়।গাংনী হাসপাতালের স্বাস্থ্যসেবার মান আরো বৃদ্ধি পায় এ লক্ষ্য নিয়েই গাংনী উপজেলায় কিশোরের ডাক স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসে হাসপাতালের পাশে । যদিও সরকারি বরাদ্দ আছে এবং এ সকল সামগ্রীও রয়েছে। পাশাপাশি এই সামগ্রীগুলো চিকিৎসা সেবার ক্ষেত্রো আরও সেবার মান বৃদ্ধি পাবে বলে আশা করে সংগঠনের নেতা আব্দুল্লাহ আল নোমান।
এসময় উপস্থিত ছিলেন কিশোরের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম, সাংবাদিক এস এম রফিকুল আলম বকুল ও স্থানীয় মাদ্রাসা শিক্ষক ওয়াস কুরুনি জামিল।