গাংনীতে ১০কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার
এম চোখ ডট কম, গাংনী:
মাদক কারবারী নাঈম ইসলামকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে মেহেরপুরের গাংনীর স্থানীয় ভবানীপুর ক্যাম্প পুলিশের একটি টীম এ অভিযান চালায়। তার কাছ থেকে জব্দ করা হয়েছে ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল। তার বিরুদ্ধে মামলাসহ মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে। নাঈম ইসলাম কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মোশাউড়া গ্রামের বাবর আলীর ছেলে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গাংনীর সীমান্ত বেতবাড়িয়া- ভবানীপুর গ্রামের ত্রিমোহনী দিয়ে মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্পের এএসআই আশরাফ আলীর নেতৃত্বে একটি টীম অভিযান চালায়। পুলিশের বেরিকেড ভেঙ্গে পালিয়ে যাবার চেষ্টা করে ব্যর্থ হয় নাঈম। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশী চালিয়ে ১০ কেজি গাজা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় তার ব্যবহৃত একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল। নাঈম ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়।