গাংনীতে ৩৫ বোতল ফেনসিডিল সহ মাদক পাচারকারী আটক
এম চোখ ডট কম, গাংনী: গাংনী উপজেলার বালিয়াঘাট থেকে এক মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৫ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোন । আজ শনিবার সকালে গাংনীস্থ র্যাব ক্যাম্পের একটি টিম এ অভিযান চালায়। র্যাবের দাবী সে চিহ্নিত মাদক পাচারকারী।
আটককৃত হচ্ছে- গাংনী উপজেলার কাজীপুরের মৃত আব্দুল আজিজের ছেলে এখলাছ মিয়া (৫৫)। আটক এখলাছ মিয়ার বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
সিপিসি-৩মেহেরপুর র্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ জানান, ইখলাছ মিয়া প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ও যুব সমাজকে ধ্বংস করে এলাকায় মাদকের কারবার করে আসছিলো। সে মাদক নিয়ে ব্যাটারি চালিত অটো- রিক্সা যোগে কাজীপুর থেকে বামন্দী বাজারের দিকে আসছে মর্মে এমন গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াঘাট গ্রামের তারিক মিয়ার বসতবাড়ীর পাশে রাস্তার উপরে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এসময় তার কাছে ৩৫ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিল পাওয়া গেলে আটক করা হয়।