গাংনীতে ৩ কেজি গাঁজাসহ কারবারী আটক
মাদক কারবারের অভিযোগে জাফর আলী (৩৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। তার
কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন। শুক্রবার দিনগত রাত
সাড়ে ৮টার দিকে মেহেরপুরের গাংনী থানা পুলিশের একটি টিম উপজেলার নওপাড়া
থেকে তাকে আটক করে। এসময় জাফর আলীর পিতা জাকারিয়া মÐল পালিয়ে যায়।
উভয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ ধৃত জাফর আলীকে মেহেরপুর আদালতে প্রেরন করা হয়েছে। পুলিশের দাবী, জাফর ও তার পিতা উভয়ে চিহ্নিত মাদক কারবারী।
গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, জাফর আলী ও তার পিতা জাকারিয়া মÐল মাদক
বিক্রির উদ্দেশ্যে নওপাড়া গ্রামের জনৈক মইনুল ইসলাম পচার আমবাগানে অবস্থান
করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই সঞ্জিতও সঙ্গীয় ফোর্স
সেখানে অভিযান চালায়। এসময় গাঁজাসহ পুত্র জাফরকে আটক গেলেও পালিয়ে যায়
পিতা জাকারিয়া মÐল। জাকারিয়া মÐলকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।