এম চোখ ডটকম,গাংনী: গাংনীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে র্যাব।আজ শনিবার (৫ আগষ্ট) দুপুরে র্যাব-১২ (গাংনী) ক্যাম্পের কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে উপজেলার রামদেবপুর গ্রামের চার রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত শামসুদ্দীন বিশ্বাসের ছেলে শরিফুল বিশ্বাস (৩৬) ও একই গ্রামের হেলাল বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাস (২৫)।
এসময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক বহন কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ১ হাজার টাকা জব্দ করা হয়েছে।
ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, রামদেব গ্রামের চার রাস্তার মোড়ে মাদক পাঁচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি মোটেরসাইকেলে করে দুইজন ব্যক্তি ফেনসিডিল নিয়ে পালাচ্ছিল। এসময় তাদের আটক করা হয়। তাদের মোটরসাইকেলের উপর রাখা বস্তা তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।