গাংনীতে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারী আটক
এম চোখ ডটকম,গাংনী:
গাংনী থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে দুই মাদক পাচারকারীকে আটক করেছে। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭ কেজি গাঁজা। বুধবার (২৫ জুন) দিবাগত রাতে উপজেলার গাড়াবাড়িয়া ও সাহেবনগরে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হচ্ছে- গাংনীর রাধা গোবিন্দপুর ধলা গ্রামের বাবর আলীর ছেলে সবুজ ইসলাম(২৪) ও সাহেবনগর গ্রামের মৃত ফকির আলীর ছেলে উজির আলী (৬২)। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু সাপেক্ষে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, সীমান্ত এলাকা গাড়াবাড়িয়া রাস্তা দিয়ে মাদক পাচার হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টীম তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। এসময় ধৃত সবুজ ইসলামের কাছে থাকা ব্যাগ তল্লাশী চালিয়ে সাড়ে ৬ কেজি গাঁজা পাওয়া গেলে তাকে আটক করা হয়।
এদিকে সাহেবনগর গ্রামের উজির আলীর বাড়িতে মাদক কেনা বেচা হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে পুলিশের অপর একটি টীম অভিযান চালায়। এসময় তার হেফাজতে থাকা ৫১৫ গ্রাম গাঁজা পাওয়া গেলে তাকে আটক করা হয়।