গাংনীর কেএন এস এইচ বালিকা বিদ্যালয়ে সংবাদ সম্মেলন
এম চোখ ডটকম,গাংনী:
গাংনীর কেএনএইচএস বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্ণীতি অর্থ আত্মাৎ ও তারই প্রত্যক্ষ মদদে শিক্ষক আকতারুজ্জামান হিরোর বিরুদ্ধে মিথ্যা সংবাদরে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের সদস্যগন। আজ রোববার বেলা ১১টার দিকে বিদ্যালয় ভবনে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের সদস্য ফরিদুল ইসলাম। তিনি বলেন, প্রধান শিক্ষক একজন দূর্ণীতি পরায়ন । ২০১৭ সাল থেকে বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রধান শিক্ষকের পদটি শুন্য। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন শিক্ষক আব্দুল হালিম। তিনি দায়িত্ব নেয়ার পর থেকে বিভিন্নভাবে বিদ্যালয়ের অর্থ তছরুপ ও আত্মসাত করেছেন।
তিনি বিদ্যালয়ের হিসেবের অনুকুলে বামন্দী অগ্রণী ব্যাংক শাখা ও রুপালী ব্যাংক মেহেরপুর শাখা থেকে ২ লাখ ৮০ হাজার ৫০০ টাকা উত্তোলন করেন। এর মধ্যে শিক্ষকদের বেদন বাবদ ৮২ হাজার টাকা প্রদান করেন। টিউশন ফিসের একলাখ ৯৮ হাজার টাকা কাওকে প্রদান না করেই তিনি পকেটস্থ করেছেন। এ ছাড়াও বিদ্যালয়ের গাছ বিক্রি করাসহ বিভিন্ন সময়ে বিদ্যালয়ে ৮ থেকে ১০ লাখ টাকা আত্মসাত করেন।
বিদ্যালয়ের অর্থ আত্মসাত ও তছরুপের বিষয়ে ম্যানেজিং কমিটির সদস্য বা শিক্ষক প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে প্রধান শিক্ষকের রোষানলে পড়তে হয়। একটি রানৈতিক দলের প্রভাব ছাড়াও স্থানীয় বাসিন্দা হওয়ায় পেশী শক্তি ব্যবহার করেন। সম্প্রতি বিদ্যালয়ের শিক্ষক আক্তারুজ্জামান হিরো অর্থ আত্মাতের বিষয়ে জানতে চাইলে প্রতিশোধ স্প্রীহা নিয়ে আক্তারুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রদান করেন সাংবাদিকের কাছে। আক্তারুজ্জামানের বিরুদ্ধে পত্র পত্রিকা ও বেসরকারী টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচারিত হয়।
লিখিত বক্তব্যে আরো জানানো হয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দূণীতি ও অর্থ আত্মসাতের ব্যাপারে গত ৭ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার গাংনী বরাবর একটি আবেদনপত্র দেয়া হয়েছে যা তদন্তাধিন।
সংবাদ সম্মেলনে ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকগন উপুিস্থত ছিলেন।