এম চোখ ডটকম, গাংনী : গাংনীর জোড়পুকুরিয়া বাজার কমিটির সকল সদস্য পদত্যাগ করেছেন। আজ শুক্রবার বিকালে জোড়পুকুরিয়া বাজারে ব্যবসায়ীদের উপস্থিতিতে বাজার কমিটির সভাপতি কাফেরুল ইসলাম, সহ-সভাপতি নুরুল ইসলাম নুহু, সাধারণ সম্পাদক রাজু মাস্টারসহ সকল সদস্যবৃন্দ।
এসময় কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, সদস্য আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, হাসেম ফকির, হাবিবুর রহমান হাবেল ও ফারুক হোসেন পদত্যাগ করেন। ২০২৩ সালের জানুয়ারী মাসে তিন বছরের জন্য এই কমিটি নির্বাচিত হয়েছিল এবং দায়িত্ব গ্রহণ করেন। বর্তমান কমিটির মেয়াদ শেষ না হলেও আগেই সকলে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। রাজনৈতিক পট পরিবর্তন ও বর্তমান কমিটি বাজারের আরও নিরাপত্তা জোরদার ও বাজারের সার্বিক উন্নয়নের স্বার্থে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানান।
বাজারের সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে আগামী ৫ দিনের মধ্যে নুতন কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেন ব্যবসায়ীরা। সভায় কমিটির সদস্যরা ছাড়াও সাবেক মেম্বর আব্দুল হান্নান, রবিউল ইসলাম,জাব্বারুল ইসলাম,আব্দুর রশিদ, আলমাস হোসেনসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় আরও সিদ্ধান্ত হয় নুতন কমিটি গঠন না হওয়া পর্যন্ত এ কমিটি সাময়িক দায়িত্ব পালন করবে।