গাংনীর ধানখোলা ইউপির নতুন প্যানেল চেয়ারম্যান মন্টু
এম চোখ ডটকম,গাংনী: গাংনীর ধানখোলা ইউপির নতুন প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইউপি মেম্বর গোলাম মোস্তফা মন্টু। তিনি আজ রোব্বার সকালে স্থানীয় জনগন ও অত্র ইউপির সদস্যগণের মতামতের ভিত্তিতে প্যানেল চেয়ারম্যানের দ্বায়িত্ব গ্রহণ করেন।
স্থানীয় সুত্র জানায়, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক অসুস্থতাজনিত কারনে ছুটিতে থাকাকালীন ইউপি মেম্বর ফিরোজ প্যানেল চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি সরকারী নির্দেশনা অনুযায়ি স্থানীয় মেম্বরগণ গোলাম মোস্তফা মন্টুর নাম প্রস্তাবনা করে মেহেরপুর জেলা প্রশাসনের কাছে প্রেরণ করেন। সে অনুযায়ি আজ রোব্বার সকালে গোলাম মোস্তফা মন্টু চেয়ারম্যানের দ্বায়িত্বভার গ্রহণ করেন।
দ্বায়িত্ব গ্রহনের সময় বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক মুনসাদ আলী, জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক ইয়ারুল আলী, ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুস্তাক আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুস সামাদ, বিএনপি নেতা ইউসুফ আলী। এসময় উপস্থিত ছিলেন ইউপি যুবদলের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আল আমিন, স্বেচ্ছা সেবক দলের ইউপির সিনিয়র সহসভাপতি বিদ্যুতসহ অনেকে।