গাংনীর ধানখোলা ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তন
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদের চলমান প্যানেল ভেঙ্গে দিয়ে নতুন প্যানেল গঠন করা হয়েছে। বর্তমান প্যানেল চেয়ারম্যান ১ হাবিবুর রহমান ফিরোজের পরিবর্তে গোলাম মোস্তফা মন্টুকে প্যানেল চেয়ারম্যান ১ করার সুপারিশ করা হয়েছে। একইসাথে চেয়ারম্যানের সকল দায়িত্ব পালনের জন্য গোলাম মোস্তফা মন্টুকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক অসুস্থতাজনিত কারনে গেল ১০ জানুয়ারী পর্যন্ত ছুটি নিয়েছিলেন। ছুটি শেষের আগের দিন ৯ জানুয়ারী তিনি ইউনিয়ন পরিষদ যোগদান করেছেন মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। এর পরে ১২ জানুয়ারী পরিষদের এক বিশেষ সভায় নতুন প্যানেল গঠন করা হয়। ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ইউপি সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্তে ৪নং ওয়ার্ড সদস্য গোলাম মোস্তফা মন্টুকে প্যানেল চেয়ারম্যান ১, ২নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান ফিরোজকে প্যানেল চেয়ারম্যান ২ এবং সংরক্ষিত ১নং ওয়ার্ড সদস্য গুলশানারা খাতুনকে প্যানেল চেয়ারম্যান ৩ মনোনীত করা হয়।
এর আগে ১ নং প্যানেল চেয়ারম্যান হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন হাবিবুর রহমান ফিরোজ। তবে প্যানেল পুনর্গঠনের পর বর্তমান ১নং প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্টুকে ইউনিয়ন পরিষদ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। চেয়ারম্যান আবারও অনুপস্থিত থাকায় ১ নং প্যানেল চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের সকল দায়িত্ব পালন করবেন গোলাম মোস্তফা মন্টু। যা ১৩ জানুয়ারী থেকে কার্যকর হয়েছে বলে জানান কয়েকজন ইউপি সদস্য।
এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানিয়েছেন, আইন অনুযায়ী চেয়ারম্যান যোগদানের পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যকারিতা বিলুপ্তি হয়েছে। চেয়ারম্যান আবারও যেহেতু অনুপস্থিত তাই বর্তমান প্যানেল চেয়ারম্যান ১ দায়িত্ব পাবেন।