গাংনীর ধানখোলা গ্রামে চাচাত ভাইদের হামলায় মা ছেলেসহ আহত-৩
এম চোখ ডট কম, গাংনী:
গাংনী উপজেলার ধানখোলা গ্রামের মাঝের পাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মা ছেলেক পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহতরা হলেন- ধানখোলা গ্রামের ইয়ামিনের ছেলে ইয়ারুল ইসলাম (৩০) ও তার মা রোকেয়া খাতুন (৪৬) এবং ইয়ারুলের স্ত্রী ঝর্ণা খাতুন (২৫)।
হামলার সময় আহতদের বাড়ির আসবাপত্র ও রান্নাঘর ভাংচুর করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ইয়ারুল ইসলাম জানান, চুয়াডাঙ্গার আহসান মিয়ার ৮শতক জমির মধ্যে ৫শতক জমি ক্রয় করেন ইয়ারুল ইসলামের চাচাত ভাইয়েরা। বাঁকি ৩ শতক জমিতে প্রায় ৬০ বছর যাবত ঘর ছিল। এতে এই তিন শতক জমি আহসান মিয়ার নিকট থেকে ইয়ারুল ইসলাম ক্রয় করার প্রস্তাব দেন। এতে বাঁধা দেয় ছিয়ামিনের তিন ছেলে আহাম্মদ, জিয়ারুল ও জিনারুল ইসলাম। এ নিয়ে কথা কাটাকাটি হলে ছিয়ামিনের তিন ছেলে আহাম্মদ ও তার শশুর পার্শ্ববর্তী গ্রাম মহিষাখোলার রমজান আলী, চাচা শশুর রহিদুল, মহিদুল ইসলামসহ বেশ কয়েকজন লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন ইয়ারুল ইসলাম ও তার মা রোকেয়া খাতুনকে। শুধু তাই নয়, এসময় ইয়ারুল ইসলামের রান্নাঘর ও আসবাপত্র ভাংচুর করেছে বলে অভিযোগ করেন তিনি। স্থানীয়রা আহতদের উদ্ধার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবিষয়ে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এবষিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।