এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনীর প্রয়াত সাংবাদিক মোহাম্মদ ওসমানের পরিবারের কাছে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে গাংনী প্রেসক্লাবে আয়োজিত এ চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ সহযোগিতা করেন সংসদ সদস্য।
প্রেসক্লাব সভাপতি রমজান আলীর সভাপতিত্বে ও মাজেদুল হক মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন গাংনী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাহবুব আলম, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক মোহাম্মদ ওসমানের পরিবারের কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৫০ হাজার টাকার চেক হস্তার করা হয়।
মোহাম্মদ ওসমান বেসরকারী টিভি চ্যানেল মাইটিভির গাংনী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। ২০১৯ সালের ৩০ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
এদিকে সাংবাদিক ওসমানের পরিবারসহ গাংনী উপজেলার ৩৫টি পরিবারের মাঝে ১৭ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করেন সংসদ সদস্য। অস্বচ্ছল ছাত্র, রোগী ও অসহায় পরিবারের সদস্যদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ আর্থিক সহযোগিতা এনেছেন সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
212
previous post