গাংনীর বামন্দীতে ওষুধ কোম্পানীর প্রতিনিধি মশিউর রহমানকে পিটিয়ে জখম
এম চোখ ডটকম,গাংনী:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মশিউর রহমান (৪০) নামের এক ওষুধ কোম্পানীর প্রতিনিধিকে
পিটিয়ে আহত করেছে কয়েকজন প্রতিনিধি। বামন্দী পশুহাট সংলগ্ন এলাকায়
কথাকাটাকাটির এক পর্যায়ে এ ঘটনাটি ঘটে। আহতকে গাংনী উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গাংনী উপজেলা ফারিয়ার সভাপতি আলী হোসেন জানান, গেল শুক্রবার মশিউর রহমান তার ব্যাক্তিগত কাজে বামন্দীতে যান। অন্যান্য ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিরা বিষয়টিকে অন্যখাতে নিয়ে ফারিয়া সভাপতিকে জানান। আজ শনিবার এ নিয়ে বামন্দী পশুহাট সংলগ্ন এলাকায় একটি বৈঠক বসে। এসময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিক্রয় প্রতিনিধি সফিউল্লাহ, সাকিদুল, আব্দুল মালেক, রাকিবুল, রাইহান, নাজিমদ্দীন, মোতালেব ও তার ভাই মালেক মশিউর রহমানকে পিটিয়ে আহত করে। ফারিয়ার সভাপতি সম্পাদক ও অন্যান্য প্রতিনিধিরা মশিউরকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন। আলী হোসেন আরো জানান, এ ব্যাপারে আজ বিকেলে একটি বৈঠক ডাকা হয়েছে। পরবর্তী সিন্ধান্ত নেয়া হবে বৈঠকে।