গাংনীর বীর মুক্তিযোদ্ধা আতাউল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী চরগোয়াল গ্রামের সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আতাউল হককে শনিববার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। অসুস্থতাজনিত কারণে শনিবার সকালে কুষ্টিয়ায় একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি। ইন্না লিল্লাহি অইন্নাইলাহি রাজিউন।
শনিবার দুপুর আড়াইটায় নিজ গ্রামে তাকে গার্ড অব অনার প্রদান করে গাংনী থানা পুলিশের একটি দল। এসময় তার মরদেহে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে রাষ্ট্রের পক্ষ সম্মান জ্ঞাপন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সোনা। উপস্থিত ছিলেন গাংনী থানার ওসি তদন্ত আল মামুন।
সহযোহা আতাউল হকের শেষ বিদায়ে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, তাহাজ উদ্দীন, আবুল হোসেন, এজের আলী, হাসেম খা ও কোরবান আলীসহ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।