গাংনীর বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আর নেই
এম চোখ ডটকম, গাংনী : গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক (৭৮) আর নেই। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ কররেন। ইন্না লিল্লাহি অইন্নাইলাহি রাজিউন।
গতকাল বুধবার সকালে এই বীরের শেষ বিদায় দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে। তার মরদেহের উপরে স্বাধীন বাংলার পতাকা দিয়ে আবৃত করা হয়। এসময় ফুল দিয়ে চীর বিদায় জানানো হয়। রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনারের নেতৃত্ব দেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা। এসময় গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় বেজে উঠে বিহŸগলের করুণ সুর। শেষ বিদায় অনুষ্ঠানে সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে নেতৃত্ব দেন গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডর বীর মুক্তিযোদ্ধা শাসমুল আলম সোনা। আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সোহরাব, আব্দুর রহমান, সাইফুল ইসলামসহ এলাকার বিভিন্ন প্রেণি পেশার মানুষ।