গাংনীর মানিকদিয়া মাদ্রাসা ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি একরামুল হকের বিরুদ্ধে দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন
এম চোখ ডটকম, গাংনী : গাংনী উপজেলার মানিকদিয়া এগারপাড়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি একরামুল হক তাজুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা। দুর্নীতি চালু রাখতে গোপনে তার স্ত্রীকে এবার ম্যানেজিং কমিটির সভাপতি সভাপতি করা হয়েছে। অবৈধ পন্থায় গঠন করা ম্যানেজিং কমিটি বাতিল এবং দুর্নীতির বিরুদ্ধে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ আইনী ব্যবস্থা গ্রহণ করবেন এমন দাবি জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আজ মঙ্গলবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থানীয়রা।
সংবাদ সম্মেলনে স্থানীয়দের পক্ষে লিখিত বক্তব্য পেশ করেন সোহেল রানা। বক্তব্য রাখেন শিক্ষক কামরুজামান, ওয়ার্ড বিএনপির সভাপতি আলিহিম, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, ষোলটাকা ইউনিয়ন যুবদলের সভাপতি সাপ্পের আলী।