গাংনীর রাইপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনীতে বর্তমান বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির করণীয় নিয়ে রাইপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভায় নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।
রাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও গাংনী মহিলিা ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ নাসিরুদ্দিনের সভাপতিত্বে এবং রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও রাইপুর ইউনিয়নের বিএনপি নেতা হাফিজুর রহমান, সহসভাপতি শফিউদ্দীন, সাংগঠনিক সম্পাদক গোলাম জাকারিয়া, কৃষকদলের নেতা রফিকুল ইসলাম, সাগিদুল ইসালম ও,কুড়ুনসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় সাবেক এমপি আমজাদ হোসেন বলেন, আমরা দীর্ঘদিন জেল, জুলুম ও নির্যাতন সহ্য করে আজকের অবস্থানে এসেছি। তিনি আজকের এই বিজয়ের সকল সাফল্যের কর্ণধার হিসেবে ছাত্রছাত্রীদের কথা উল্লেখ করেন। তাদের রক্তের বিনিময়ে আমরা নুতন করে আবার দেশের স্বাধীনতা পেলাম বলেও উল্লেখ করেন তিনি।
তিনি নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলেন, কোন অবস্থায় কোন মানুষের উপর প্রতিশোধ নেওয়া যাবেনা। আওয়ামী দুঃশাসনের সময় যারা নির্যাতিত হয়েছে তাদের সবাইকে ধৈর্য্য ধরার আহবান জানান তিন। বিএনপিকে সাংগঠনিকভাবে কিভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে নেতাকর্মীদের সহযোগীতা কামনা করে অনুষ্ঠানে উপস্থিতি নেতাকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন আমজাদ হোসেন।