এম চোথ ডটকম,গাংনী: নুরুল হক ছিলেন একাধারে শিক্ষক এবং রাজনীতিবীদ। তাঁর হাতের পরশ পাথরের ছোয়ায় তৈরী হয়েছে অনেক জ্ঞানী গুণি মানুষ। বিদ্যাপিঠে তিঁনি যেমনি মানুষ গড়েছেন তেমনি রাজনীতির অঙ্গণেও আলোর দ্যুতি ছড়িয়েছেন। একজন আদর্শবান ও নীতিবান নেতৃত্বের মানুষটির শূন্যতা আজ রন্ধ্রে রন্ধ্রে উপলদ্ধ।
শনিবার সকালে গাংনীর মহাম্মদপুর গ্রামে পৈত্রিক ভিটায় নুরুল হকের ২৪ তম মুত্যু বার্ষিকী অনুষ্ঠানে স্মৃতিচারণে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
প্রয়াত নুরুল হক ছিলেন হাজী ভরস উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক। এছাড়াও রাজনৈতিক জীবনে তিঁনি সাবেক গণ পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিঁনি গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা ও দো’আ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন প্রবীন আওয়ামী লীগ নেতা ইছার উদ্দীন। প্রধান বক্তার ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রয়াত নুরুল হকের ছাত্র অ্যাড. একেএম শফিকুল আলম। সকলের কাছে দো’আ কামনা করেন মরহুমের পুত্র কেন্দ্রীয় চিকিৎসক নেতা ও ডাঃ আ স ম নাজমুল হক সাগর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
আলোচনার সভার আগে মরহুমের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করা হয়। আলোচনা সভা শেষে দো’আ মোনাজাতে দো’য়া কামনা করা হয়।
গাংনীর সাবেক এমপি নুরুল হক ছিলেন একজন আলোকিত মানুষ \ মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা
340
previous post