গাংনীর সাহারবাটিতে বিএনপির আলোচনা সভা
এম চোখ ডট কম, গাংনী:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গাংনী উপজেলার সাহারবাটিতে।
শুক্রবার বিকেলে সাহারবাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহারবাটি গ্রাম বিএনপি সভাপতি জামাল উদ্দীন। বক্তব্য রাখেন গাংনী পৌর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি শাজাহান সেলিম, জেলা ওলামা দলের সভাপতি ইনামুল হক, সাহারবাটি গ্রাম বিএনপি নেতা মুকুল হোসেন, সাহারবাটি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রাজু, বিএনপি নেতা সোহেল আহম্মেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন, সাবেক ছাত্রনেতা সাহিবুল ইসলাম ও ছাত্রদল ঢাকা কলেজ যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলামসহ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আসাদুজ্জামান বাবলু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেড় যুগের জুলুম নির্যাতনেও বিএনপি খণ্ড বিখণ্ড করার ষড়যন্ত্র সফল হয়নি। কারণ এদেশের মানুষ বিএনপির সাথে রয়েছেন। গণ রায়ের মাধ্যমে আজ যে পরিবেশ সৃষ্টি হয়েছে তা ধরে রাখার দায়িত্ব আপনাদের সকলের। ঐক্যবদ্ধ বিএনপি যেকোন দল ও মতের চেয়ে অনেকে বেশি শক্তিশালী। মনে রাখতে হবে ষড়যন্ত্র এখনও থেমে নেই। তাই সবাই মিলেমিলে একটি সুন্দর দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে।