গাংনীর সাহারবাটি ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত
এম চোখ ডট কম, গাংনী:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন শাখার উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সাহারবাটি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হক, উপজেলা কৃষক দলের সভাপতি আমিনুল বারী মোতালেব, পৌর ২নং ওয়াড4র্6 বিএনপি সভাপতি সুলেরী আলভী ও পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ স্থানীয় নেতৃবৃন্দ।