গাংনীর হেমায়েতপুর বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
এম চোখ ডট কম, গাংনী:
বিপুল উৎসাহ উদ্দীপনা আর ভোটারদের স্বতস্ফুর্ত অংশ গ্রহণের মধ্য দিয়ে গাংনী উপজেলার হেমায়েতপুর বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে শিবলি সিদ্দিক সভাপতি ও কুতুব উদ্দীন সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। শনিবার (১৮ জুন) সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
মোট ১৩৩ জন ভোটারের মধ্যে ১২৯ জন ব্যবসায়ী ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে সভাপতি, সেক্রেটারী ও ক্যাশিয়ার পদে ভোট গ্রহণ করা হয়। অপরদিকে সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় জয়লাভ করেছেন আজমাইন হোসেন।
আরও পড়ুন লোকটার বুক পকেটে অহংকার ছিল
সভাপতি পদে শিবলি সিদ্দিক (আনারস) ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দী সারগীদুল ইসলাম সাজু (ছাতা) ৫০ ভোট পেয়েছেন।
সেক্রেটারী পদে চার জন প্রার্থীর মধ্যে ৪০ ভোট পেয়ে নির্বাচিত হন কুতুব উদ্দীন (ঘোড়া)। তার নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান সেক্রেটারী আলমগীর হোসেন (কলস) পেয়েছেন ৩৬ ভোট। অপর প্রার্থী আসাদুল হক বাবু (টিউবওয়েল) ২৬ ভোট এবং মিয়াজান বিশ্বাস (চেয়ার) ২৪ ভোট পেয়েছেন।
ক্যাশিয়ার পদে ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম (দোয়াত-কলম)। তার একমাত্র প্রতিদ্বন্দী আনোয়ার হোসেন পানু (মোরগ) ৩৭ ভোট পেয়েছেন।
নির্বাচনে প্রিজাডিং অফিসার হিসেবে রাইপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে সহকারি শিক্ষক তারিকুল ইসলাম ও পোলিং অফিসার হিসেবে সহকারি শিক্ষক আবু সাইদ দায়িত্ব পালন করেন।
নির্বাচনী পুরো প্রক্রিয়া সম্পাদন করেন নির্বাচন কমিশনার সেকেন্দার আলী মাস্টার, শফি উদ্দীন বিশ^াস, এম. এস সরোয়ার সন্টু ও ইউপি সদস্য আনারুল ইসলাম।
নির্বাচনে পর্যবেক্ষক ছিলেন সাবেক প্রধান শিক্ষক জালাল উদ্দীন, সাংবাদিক মাজেদুল হক মানিক, হেমায়েতপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ সেকেন্দার আলী ও মনিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রক্রিয়া সম্পাদনের মধ্য দিয়ে আগামি তিন বছরের জন্য হেমায়েতপুর বাজার পরিচালনা কমিটির নতুন নেতৃত্ব এসেছে। বিজয়ীরা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের লক্ষ্যে সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন।
আরও পড়ুন কেউ পাচ্ছেন না কারও খবর, ধানের গোলায় পানি