গাংনী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষকদের শুভেচ্ছা
এম চোখ ডট কম, গাংনী:
প্রাথমিকে গাংনী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা এবং শ্রেষ্ঠ সহকারি শিক্ষক পীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহাবুর রহমান।
পেশাগত কাজে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তারা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের শুভেচ্ছায় সিক্ত।
গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে গঠিত শ্রেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান যাচাই কমিটি যাচাই বাছাই করে বুধবার এ তালিকা প্রকাশ করে।
কমিটি প্রকাশিত তালিকায় দেখা গেছে, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা মনোনীত হয়েছেন ষোলটাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা পারভীন, শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা দুর্লভপুর-দক্ষিণ ভরাট সরকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সাবিনা ইয়াসমিন। শ্রেষ্ঠ বিদ্যালয় কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন এবং শ্রেষ্ঠ এস.এম.সি সহবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রুহুল আমিন।