গাংনী উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত
এম চোখ ডট কম, গাংনী: গাংনী উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিএনপির কেন্দ্র ঘোষিত প্রক্রিয়ায় দলের পুনর্গঠন করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সকল চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে সোমবার সকালে গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সভা থেকে দুটি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
যৌথ সমাবেশে গাংনী উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলার সঞ্চালানায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি সামসুল আমলম সোনা ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলমগীর খান ছাতু ও জেলা মহিলা দল নেত্রী রুমানা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, গাংনী পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর বিএনপির সাবেক আহবায়ক ইনসারুল হক ইন্সু, গাংনী পৌর বিএনপির সদ্য সাবেক সভাপতি মুরাদ হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম কাউছার, সিনিয়র সহ সভাপতি আব্দাল হক, গাংনী পৌর যুবদলের আহবায়ক সাহিদুল ইসলাম, সদস্য সচিক ইনামকুল হক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে গাংনী উপজেলার গ্রাম থেকে উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
দলের সবাইকে নিয়ে নতুন শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যে গাংনী উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন। দ্রুততম সময়ের মধ্যে এ দুটি ইউনিটের আহবায়ক কমিটির মাধ্যমে নতুন কমিটি গঠন প্রক্রিয়া শুরু হবে বলে জানান আহবায়ক ও সদস্য সচিব।