63
গাংনী উপজেলা নিবার্হী অফিসারের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন ছাত্রদল
এম চোখ ডটকম, গাংনী : গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সাথে গাংনী উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে শারদীয় দুর্গোৎসবের বিজয়া শুভেচ্ছা বিনিময় করেছেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান (বিপ্লব)। রবিবার বিকেলে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব শিশির আহমেদ শাকিল সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।