গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহাবুবুল হক সম্পাদক নুরুল আমিন
এম চোখ ডটকম, গাংনী : গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে মাহবুবুল হক ও নুরুল আমিনকে সম্পাদক করে কমিটির অনুমোদন করা হয়েছে। গেলো (২ অক্টোবর) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি এ কমিটির অনুমোদন করেন।
জানাগেছে. বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সভাপতি গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এবং কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পারভেজ সাজ্জাদ স্বাক্ষরিত এ কমিটির সুপারিশ করা হয়। গাংনী উপজেলা কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটিতে পাঠালে ২ অক্টোবর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী তার অনুমোদন দেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় গাংনী উপজেলা শাখার নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষনা করা হয়েছে।
নবগঠিত গাংনী উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে গাংনীর বাওট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক মাহবুবকে সভাপতি, মোমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন করে সাধারণ সম্পাদক, বাহাগুন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুজ্জামানকে নির্বাহী সভাপতি, কড়ুইগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম ও জোড়পুকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে সিনিয়র সহ-সভাপতি, ভরাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকে আজম, করমদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম এবং চৌগাছা পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজা আফরোজ রুমিকে সহ-সভাপতি করা হয়েছে।