74
গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বাবলু গ্রেফতার
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে গাংনী থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
আসাদুজ্জামান বাবলু গাংনী শহরের চৌগাছার বাসিন্দা। তিনি সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, কয়েক মাস আগে নাশকতার একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হচ্ছে।
এদিকে আসাদু্জ্জামান বাবলু গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। সরকারের যুলুম নির্যাতনের অংশ হিসেবে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।