গাংনী গণিত পরিবারের ইফতার মাহফিল অনুষ্ঠিত
এম চোখ ডট কম, গাংনী:
ছাত্রছাত্রীদের গণিত ভীতি দূর করে গণিতে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ে নিয়ে পথচলা ছাত্রদের সংগঠন গাংনী গণিত পরিবারের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যাদের হাত ধরে মেহেরপুর জেলার অনেক ছাত্রছাত্রী গণিত অলিম্পিয়াডে সফলতার স্বাক্ষর রেখেছে সেই সংগঠনের ছাত্রছাত্রী ও উপদেষ্টা মন্ডলীর সদস্যরা শনিবার মিলিত হন ইফতার মাহফিলে।
গাংনী প্রিক্যাডেট এন্ড হাইস্কুল প্রাঙ্গনে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গাংনী গণিত পরিবারের সভাপতি আদিত্য শাফী চন্দ্র। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাদেকিন সানজিদ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন গাংনী প্রিক্যাডেট স্কুল অ্যন্ড হাইস্কুলের সভাপতি শাহজাহন সেলিম।
এলামনাইদের পক্ষে লিডিং বিশ্ববিদ্যালয় প্রভাষক আরিফুজ্জামান সৌখিন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক শাহরিয়ার নাইম শাইখ, যাদুখালি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সহকারী শিক্ষক মুসফেক উস সালেহীন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি আবির সাফি বিন্দু। ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিক্ষাবীদ ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, গাংনী টেকনিকাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, গাংনী উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এস এম সায়েম পল্টু, উপজেলা শিক্ষক সমিতি সভাপতি সৈয়দ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, পৌর ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সুলেরী আলভী, সাবেক কটন ইউনিট অফিসার আব্দুল ওয়াদুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হামিদুল ইসলাম হিল্লোল, মেহেরপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাক মাজেদুল হক মানিক, গাংনী প্রেস ক্লাব সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহবুব আলম ও গাংনী সরকারি ডিগ্রি কলেজ প্রভাষক ফজলুল হক সেন্টু প্রমুখ।
ইফতার পূর্ব আলোচনা সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম তুলে ধরা হয়।