গাংনী বাস স্ট্যান্ড গোল চত্ত্বরকে আবু সাঈদ চত্ত্বর নামকরণ ।। আ.লীগের প্রতি হুশিয়ারী
এম চোখ ডট কম, গাংনী:
কোটা সংস্কার আন্দোলন থেকে শেখ হাসিনা সরকারের পতনের গণআন্দোলনের সঙ্গে যার নামটি ইতিহাসের পাতায় লেখা হচ্ছে তিনি শহীদ আবু সাঈদ। আবু সাঈদের স্মৃতি তাই চির অম্লান করতে এবার মেহেরপুরের গাংনী বাস স্ট্যান্ড গোল চত্ত¡রকে আবু সাঈদ চত্ত¡র নাম ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে কৃষক দলের বিক্ষোভ সমাবেশ থেকে আবু সাঈদ চত্ত¡র নামকরণের ঘোষণা দেন গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। একইসাথে আজ ১৫ আগষ্ট আওয়ামী লীগ কোন প্রকার বিশৃংখলা করলে রাজপথে কঠোর জবাব দেওয়ার ঘোষণাও দেন তিনি।
ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনার পতন ঘটেছে। পতিত সরকারের আওয়ামী গুন্ডারা সফল অভ্যুত্থান ব্যর্থ করার জন্য যে অপচেষ্টা চালাচ্ছে তা রাজপথে রুখে দিতে ছাত্রজনতার গণজমায়েত ও বিক্ষোভ মিছিল লেখা সম্বলিত ব্যানার নিয়ে গতকাল বিকেলে মেহেরপুর জেলা কৃষক দলের উদ্যোগে গাংনী শহরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
ছাত্রদের ডাকা প্রতিরোধ সপ্তাহের কর্মসুচীর আলোকে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসুচী পালন করা হচ্ছে।
গাংনী হাসপাতাল কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিল থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়। মিছিলটি প্রধান সড়ক হয়ে বাস স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে গাংনী পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি সুরেলী আলভীর সঞ্চালনায় সভাপতি হিসেবে বক্তৃতা করেন জেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমান। সঞ্চালক তার বক্তব্যে আবু সাঈদ চত্ত¡র ঘোষণার জন্য প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন।
প্রধান অতিথির বক্তৃতায় গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু আওয়ামী লীগের শাসন আমলকে দুঃশাসন যুলুমের শাসন আখ্যা দিয়ে আওয়ামী লীগের প্রতি হুশিয়ারি করে বলেন, শেখ হাসিনার অপশাসনের কারণে আওয়ামী লীগের জাতির পিতার মাথায় মানুষ মানুষ প্র¯্রাব করেছে। কাজেই তার মৃত্যু বার্ষিকী পালনের জন্য আপনারা রাস্তায় আসবেন না। এর পরেও যদি রাস্তায় আসনে তাহলে ছাত্রজনতা, বিএনপি জামায়াত সবাই মিলে আপনাদের সমুচিত জবাব দেওয়া হবে। আজ ১৫ আগস্ট সকাল থেকেই রাজপথে প্রতিহত কর্মকর্তা পালনের জন্য তিনি বিএনপি সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
শহীদ আবু সাঈদ বুকের তাজা রক্তা দিয়ে আন্দোলন বেগবান করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আবু সাঈদ সারা বিশে^র গণতন্ত্রকামী মানুষের আদর্শিক নেতা। তাই গাংনী বাস স্ট্যান্ডের এই চত্ত¡রকে আবু সাঈদ চত্ত¡র নাম ঘোষণা করলাম।
এদিকে সমাবেশের পর ট্রাফিক আইল্যান্ডে আবু সাঈদের ছবি দিয়ে আবু সাঈদ চত্ত¡র লেখা সম্বলিত একটি ফেস্টুন টাঙ্গানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ওলামা দলের সভাপতি ইনামুল হক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সহ সভাপতি রেজানুল হক ইমন, যুবদল নেতা সাহিবুল ইসলামসহ নেতৃবৃন্দ।
ছাত্রদের ডাকা প্রতিরোধ সপ্তাহের কর্মসুচী বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার এ গণজমায়েত ও বিক্ষোভ মিছিল ও আজ এবং আগামিকাল নানা কর্মসুচী বাস্তবায়ন করবে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন।