গাংনী মহিলা ডিগ্রি কলেজের সভপতি আব্দুর রাজ্জাক
এম চোখ ডট কম, গাংনী:
অবশেষে পরিবর্তন হল গাংনী মহিলা ডিগ্রি কলেজের গর্ভনিং বডির সভাপতি। গাংনীর বিশিষ্ট শিক্ষাবীদ এবং গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে সভাপতি করে সংশোধিত এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত অনুমোদনপত্রে বর্তমান সভাপতি জাফর আকবরের মনোনয়ন পরিবর্বতন করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ২২ অক্টোবর তারিখে পরির্বতিত কমিটি অনুমোদন দেওয়া হয়।
এডহক কমিটির অনুমোদনপত্রে বলা হয়েছে, এ কমিটির মেয়াদ থাকবে ২০২৫ সালে মার্চ মাসের ১৭ তারিখ পর্যন্ত। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে।
এর আগে মাইলমারী গ্রামের বিএনপি নেতা আবু জাফরকে গর্ভর্নিং কমিটির সভাপতি করে এডহক কমিটির অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। এ খবর প্রকাশ হলে ক্ষুদ্ধ হয় বিভিন্ন মহল। আবু জাফরের বিভিন্ন অভিযোগ করে মানববন্ধন করা হয়।