গাংনী র্যাবের হাতে ফেনসিডিলসহ নানী-নাতি আটক
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের চকশ্যামনগর থেকে ১৩২ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক র্যাব। আজ শুক্রবার ভোরে মেহেরপুরের গাংনী র্যাব ক্যাম্পের একটি টীম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এরা হচ্ছে- সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের শামসুল হুদার স্ত্রী সুজান বেগম(৫৫) ও মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে লিজন মিয়া(১৯)। সম্পর্কে এরা দু’জন নানী- নাতি। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব- ১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, চকশ্যামনগরের শামসুল হুদার বাড়িতে মাদক কেনা-বেচা হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টীম অভিযান চালায়। এসময় ১৩২ বোতল ফেনসিডিল পাওয়া গেলে সুজান বেগম ও লিজন মিয়া নামের দুজনকে আটক করা হয়। আটককৃতরা দির্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার করছিল।