গাংনী সরকারি ডিগ্রী কলেজের অফিস সহকারী রবিউল ইসলামকে পিটিয়ে জখম
এম চোখ ডটকম,গাংনী: গাংনী সরকারি ডিগ্রি কলেজের অফিস সহকারী রবিউল ইসলাম(৫০) কে পিটিয়ে জখম করা হয়েছে। আজ বুধবার দুপুরে গাংনী সরকারি ডিগ্রি কলেজের সামনে তাকে পিটিয়ে ও ইটের আঘাতে জখম করা হয়। রবিউল ইসলামকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গাংনী পৌর শহরের চৌগাছার আনসার আলীর ছেলে তরিকুল ইসলাম তাকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ করেছেন রবিউল ইসলাম। আহত রবিউল ইসলাম উপজেলা মহব্বতপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে ও গাংনী সরকারি ডিগ্রি কলেজে অফিস সহকারী হিসেবে কর্মরত। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, অফিস সহকারী রবিউল ইসলাম কলেজ গেটের বাইরে আসামাত্র তরিকুলসহ কয়েকজন যুবক তার গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগালি করে ও কিল ঘুষি মারতে থাকে। এরই এক পর্যায়ে তরিকুল রাস্তার পাশে পড়ে থাকা ইট দিয়ে মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সংবাদ পেয়ে কলেজর শিক্ষক ও স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে চিকিৎসা দেন। আহত রবিউল ইসলাম জানান, তার সাথে কারো কোন শত্রুতা নেই। শুধু মাত্র আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকার কারনে এই হামলা করা হয়েছে। গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে রবিউল ইসলাম কোন অভিযোগ করবেন না বলেও জানান তিনি।