29
গাজায় ইসরায়েলী নৃশংসতা মেহেরপুরে মানববন্ধন \ ইসরায়েলী পণ্য বর্জনের ডাক
এম চোখ ডচকম,গাংনী:
ইসরায়েলী পণ্য বর্জন এবং গাজাবাসীর পাশে দাঁড়ানো আহবানের মধ্য দিয়ে, ইসরায়েলী বাহিনীর বর্বরোচিত নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাড়াডোব বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে প্রতিবাদী নানা স্লোগান দেয়।
এসময় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান, ইসলামিক ফাইন্ডেশনের সুপারভাইজার আনসারুল হক ও গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রকিফকুল ইসলাম প্রমুখ।