গার্ড অব অনার প্রদানকারী আনছার সদস্যদের মহাপরিচালকের উপহার
শেখ শফি/সোহাগ মন্ডল:
একাত্তরে বাংলাদেশের প্রথম সরকারের গার্ড অব অনার প্রদানকারী আনছার সদস্য ও তাঁদের পরিবারের মাঝে বাংলাদেশ আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শুভেচ্ছা উপহার পৌঁছেছে।
শনিবার (২১ মে) সকালে মুজিবনগর আনসার ও ভিডিপি কার্যালয়ে মেহেরপুর জেলা কমান্ড্যান্ট সাহাদাত হোসেন মহাপরিচালকের পক্ষে গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে এ শুভেচ্ছা উপহার তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন গার্ড অব অনারের সদস্য অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মরহুম ওয়ালিউর রহমানের স্ত্রী ও তাদের পরিবারবর্গ, গারর্ড অব অনারে অংশ নেওয়া আজিম উদ্দিন শেখ বলেন, বর্তমান মহাপরিচালক মহোদয় আমার ও আমাদের সকলের পরিবারের বিষয়ে যে সকল উদ্যোগ নিয়েছেন তা পূর্বে কখনো নেওয়া হয়নি। বর্তমান মহাপরিচালক মহোদয় উদার মনের একজন মানুষ। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
আনছার সদস্য সিরাজ উদ্দিন বলেন, গত ১৬ এবং ১৭ এপ্রিল মহাপরিচালক মহোদয় মুজিবনগর অবস্থান করেছিলেন । তিনি গার্ড অব অনার প্রদানকারী প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়েছেন। এভাবে প্রত্যেকের বাড়ী বাড়ী গিয়ে খোঁজ খবর নেওয়ার ফলে সকলেই অত্যন্ত খুশি হয়েছেন ।
তিনি আরো বলেন, একজন মহাপরিচালক মহোদয়ের এ উদ্যোগ আমাদের সারাজীবন মনে থাকবে। তিঁনি একজন সুযোগ্য অভিভাবক।
- আরও পড়ুন বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে: এফবিসিসিআই
- পরকিয়ার জেরে গাংনীতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা