এম চোখ ডটকম, মুজিবনগর:: গুড নেইবারস্ বাংলাদেশ, মেহেরপুর সিডিপি’র উদ্যোগে গুড নেইবারস্ মেহেরপুর সিডিপি’র অফিস চত্বরে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস/২০২২ উপলক্ষে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেল সড়ে ৩টায় সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার মি. বিভব দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার সেলিম রেজা। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিনিয়র প্রেগ্রাম অফিসার এস.এম. রিফাত আল মাহমুদ, হেলর্থ অফিসার পারভেজ আহমেদ, কো-অপারেটিভ অফিসার জয় চক্রবর্তী মুজিবনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক গুড নেইবারস সিডিসি‘র সভাপতি মি. সংকর বিশ্বাস, সহসভাপতি আক্কাস আলী প্রমুখ। আনুষ্ঠান শুরুতে র্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন কবিতা খাতুন। গুড নেইবারস্ মেহেরপুর সিডিপি’র স্পন্সর শিশুরা এসময় উপস্থিত ছিলেন।
গুড নেইবারস্ মেহেরপুর সিডিপি’র উদ্যোগে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত
291