ছাত্রছাত্রীদের হাফ ভাড়া কার্যকর করাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
এম চোখ ডট কম, ডেস্ক:
স্কুল কলেজে যাতায়তে বাসে হাফ ভাড়া কার্যকর করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। দীর্ঘদিন পর এ সুযোগ পেয়ে বেজায় খুশি ছাত্রছাত্রীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মেহেরপুর আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক সমিতি হাফ ভাড়া কার্যকর করে ভাড়ার তালিকা প্রকাশ করেছে।
এক সময় কলেজে যাতায়াতের জন্য ছাত্রছাত্রীদের হাফ ভাড়া গ্রহণ করতেন বাস কর্তৃপক্ষ। তবে সময়ের পরিক্রমায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বাস মালিক সমিতি। ফলে বাসে যাতায়াতের সময় ছাত্রছাত্রীদের সাথে বাস সুপারভাইজারের তর্কবিতর্ক লেগেই থাকতো।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে বাস মালিক কর্তৃপক্ষের কাছে সুপারিশ প্রেরণ করে সরকার। এর প্রেক্ষিতে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়তের সময় হাফ ভাড়া কার্যকর করা হয়।
তবে হাফ ভাড়া প্রদানের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের স্কুল কলেজে চলাকালীন সময়ে আইডি কার্ড প্রতিষ্ঠানের ড্রেস থাকতে হবে।
মেহেরপুর আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির প্যাডে স্বাক্ষরিত এ অনুমোদনপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা কমিটির আহবায়ক ইমতিয়াজ আহম্মেদ ও সদস্য সচিব মোজাহিদুল ইসলামের অনুস্বাক্ষরকৃত এই সুখবর প্রকাশ করা হয়েছে।
মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-চুয়াডাঙ্গা এবং মেহেরপুর-মুজিবনগর সড়কে চলাচলকারী বাসগুলোতে এ সুবিধা পাবে ছাত্রছাত্রীরা।
হাফ ভাড়ার তালিকা: