ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় আপ্যায়ন বিষয়ক সম্পাদক হলেন গাংনীর সন্তান রাইসুল হক
এম চোখ ডটকম, গাংনী : ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদ এর আপ্যায়ন বিষয়ক সম্পাদক হলেন গাংনীর রাইসুল হক।
গেলো শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলীয় কাউন্সিলে ভোটের মাধ্যমে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হন বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন নাজমুল হাসান। দলের কাউন্সিলের প্রায় তিন মাস পর সংগঠটির ১১৫ সদস্যের আংশিক কমিটি প্রকাশ করা হয়।
এই কমিটিতে আপ্যায়ন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার রাইসুল হক । তিনি গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড কোদাইলকাটি গ্রামের রহিদুল ইসলাম এর ছেলে।
এর আগে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মেহেরপুর জেলা কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন (২০২০ – ২০২২) । ২০২২– ২০২৪ মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
মোরা শিক্ষার আলোয় আলোকিত হবো, অধিকার আদায়ে স্বোচ্চার । মোরা প্রগতির পথে অগ্রগামী হবো, নির্ভীক বাঁধাহীন দুর্বার। ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্মলাভ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ (Bangladesh Students Rights Council-BSRC)। কোটা সংস্কার আন্দোলনের পরের বছর, ২০১৯ সালে ২৮ বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি ও সমাজসেবা সম্পাদক পদে জয়লাভের পর ফ্যাসিবাদের আমলে শিক্ষার্থী তথা গণমানুষের অধিকার আদায়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ হয়ে ওঠে গণমানুষের কণ্ঠস্বর। শিক্ষা, অধিকার, প্রগতির মূলমন্ত্রকে ধারণ করে দলীয় দাসত্ব ও লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির বাইরে, পেশীশক্তি ও কালোটাকা মুক্ত সুস্থ ধারার ছাত্র রাজনীতির মাধ্যমে হয়ে উঠুক ক্যাম্পাসের সুন্দর পরিবেশ |