এম চোখ,ডটকম ডেস্ক: জাতীয় দৈনিক খোলাকাগজ পত্রিকার মুজিবনগর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সোহাগ মন্ডল। তিনি মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ভবরপাড়া গ্রামের আব্দুল করিম মন্ডলের সন্তান। পত্রিকাটির মালিক প্রতিষ্ঠান নীল সাগর গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক মোঃ মাহবুবুল আজিজ স্বাক্ষরিত এক পত্রে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সোহাগ মন্ডল বর্তমানে জাতীয় পত্রিকা দৈনিক আমাদের নতুন সময় , চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ ,আমাদের সংবাদ, অনলাইন নিউজ পোর্টাল মেহেরেপুরের চোখে কর্মরত রয়েছেন। এই তরুন সংবাদকর্মী ২০১৪ সালের ১৫ই ডিসেম্বর সাংবাদিকতায় আসেন। সে সময় থেকে শুরু করে আজ অবধি সাহসী সংবাদ পরিবেশন করে তিনি পাঠক মহলে অস্থা ও সুনাম অর্জন করেন। সাংবাদিক সোহাগ মন্ডল খোলা কাগজে নিয়োগ পাওয়ায় মুজিবনগর প্রেসক্লাবসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ তাকে অভিনন্দন জানিয়েছেন। সোহাগ মন্ডল জানান, দুর্নীতি রোধে অনুসন্ধানী সংবাদ পরিবেশন করাই তার মুল লক্ষ। তিনি তার পথ চলায় মুজিবনগরসহ জেলার সকল সাংবাদিকদের দোয়া এবং সহযোগিতা কামনা করেন। খোলা কাগজ পরিবারের সকলের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
জাতীয় দৈনিক খোলাকাগজ পত্রিকায় নিয়োগ পেলেন সোহাগ মন্ডল
353
previous post