252
এম চোখ ডটকম মুজিবনগর ::
জাতীয় শোক দিবস উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা , সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ , মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, কৃষি অফিসার আনিসুজ্জামান খান ,সমাজসেবা অফিসার আব্দুর রব,বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন,মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ , বীর মুক্তিযোদ্ধা গন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , শিক্ষক, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা করা হয়।