জামিন পেলেন অ্যাড. একেএম শফিকুল আলম
এম চোখ ডট কম, মেহেরপুর :
জামিন পেয়েছেন অ্যাড. একেএম শফিকুল আলম। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন।
অ্যাড. মিয়াজান আলী, ইয়ারুল ইসলাম, খন্দকার আব্দুল মতিন, এসএম ইব্রাহিম শাহীন, শাহরিয়ার মাহমুদ শাওন, আহসান হাবীব, রাকিবুল ইসলাম রুবেল, আব্দুল্লাহ আল মামুন রাসেল, রাশেদুল হক জুয়েল, সাথী বোস, রুতশোভা মন্ডল মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে একেএম শফিকুল আলমের জামিন আবেদন করেন। বিজ্ঞ আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
একেএম শফিকুল আলম মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য আইন শৃংখলা পরিস্থিতির অবনতি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ করার জন্য নিজ নিজ বাড়িতে আওয়ামী সমর্থীত লোকজন নিয়ে ষড়যন্ত্র করছে। এমন অভিযোগে মঙ্গল রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. একেএম শফিকুল আলমকে আটক করে গাংনী থানায় সোপর্দ করে র্যাব-১২ গাংনী ক্যাম্পের একটি অভিযান দল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর হামলার (সন্ত্রাস বিরোধী আইনের মামলা) আসামি হিসেবে তাদের দুজনকে গ্রেফতার দেখিয়ে বুধবার মেহেরপুর আদালতে সোপর্দ করেছিল পুলিশ।